kalerkantho

সোমবার । ২৯ আষাঢ় ১৪২৭। ১৩ জুলাই ২০২০। ২১ জিলকদ ১৪৪১

না.গঞ্জে ছিনতাইকারীর কবলে কনস্টেবল গাড়িসহ আটক ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারায়ণগঞ্জে ছিনতাইকারীর কবলে পড়ে টাকা ও মোবাইল ফোনসহ সর্বস্ব খুইয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কনস্টেবল ইমাম হাসান। গত বৃহস্পতিবার বিকেলে বন্দর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার এক ঘণ্টার ব্যবধানে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ও বন্দর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ছিনতাইয়ে ব্যবহার করা একটি সাদা প্রাইভেট কারসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে। এ ব্যাপারে কনস্টেবল ইমাম হাসান বাদী হয়ে বন্দর থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। গতকাল দুপুরে গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

মন্তব্যসাতদিনের সেরা