kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

মৃত্যুবার্ষিকী

১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমৃত্যুবার্ষিকী

মালিকা আল-রাজী

বিশিষ্ট শিক্ষাবিদ ড. মালিকা আল-রাজীর ১৮তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ নভেম্বর। এ উপলক্ষে বাদ জোহর ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজে আলোচনাসভা, কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের আত্মীয়, বন্ধু, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে কলেজের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ড. মালিকা দীর্ঘদিন ধরে ইডেন গার্লস কলেজের রসায়নবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেছেন। অবসর গ্রহণের পর তিনি ধানমণ্ডির নিজ বাসভবনে ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিষ্ঠা করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

 

গৌতম দাস

দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাসের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। ২০০৫ সালের এই দিনে সমকালের ফরিদপুর অফিসে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

সাংবাদিক গৌতমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল সাড়ে ৯টায় তাঁর সমাধিতে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হবে। সকাল ১১টায় ফরিদপুর প্রেস ক্লাবের উদ্যোগে গৌতম দাসের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া গৌতমের পরিবারের পক্ষ থেকে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর।

মন্তব্য