kalerkantho

সোমবার । ১৬ ডিসেম্বর ২০১৯। ১ পোষ ১৪২৬। ১৮ রবিউস সানি                         

সিলেট-৬ আসন

দলীয় প্রার্থী চান বিএনপিপন্থী চেয়ারম্যানরা

সিলেট অফিস   

১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে নিজ দলের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপিদলীয় ছয়জন ইউপি চেয়ারম্যান। গতকাল শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তাঁরা এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে, সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থীর বদলে জামায়াতকে এই আসন ছেড়ে দেওয়া হচ্ছে। এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত হবে। এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে জাতীয় ঐক্যফ্রন্টের আন্দোলন শুধু বাধাগ্রস্তই হবে না, ক্ষতিগ্রস্ত হয়ে ব্যর্থতায় পর্যবসিত হবে। দলের বৃহত্তর স্বার্থে তাঁরা সিলেট-৬ আসনে বিএনপিদলীয় প্রার্থী মনোনয়ন দেওয়ার দাবি জানান।

মন্তব্যসাতদিনের সেরা