kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

কাল সিপিবির মনোনয়নের জন্য আবেদন শেষ

নিজস্ব প্রতিবেদক   

১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য আবেদনের সময় আগামীকাল রবিবার শেষ হচ্ছে। গতকাল শুক্রবার পর্যন্ত ‘কাস্তে মার্কা’র প্রার্থী হওয়ার জন্য ৪৯টি আবেদন জমা পড়েছে।

পার্টি সূত্র জানায়, বাম গণতান্ত্রিক জোটের প্রধান শরিক সিপিবির দলীয় মনোনয়নের জন্য আবেদন গ্রহণ গত ১৪ নভেম্বর থেকে শুরু হয়। তৃণমূল থেকে সুপারিশের মাধ্যমে নাম আসা এখনো অব্যাহত আছে। গত ১৪ নভেম্বর ১৭টি, ১৫ নভেম্বর ১৩টি ও ১৬ নভেম্বর ১৭টি আবেদন জমা পড়ে। আজ শনিবার ও আগামীকাল রবিবার আবেদন গ্রহণ শেষে যাচাই-বাছাই শুরু হবে।

এ বিষয়ে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সাংবাদিকদের বলেন, জনপ্রতিনিধির জন্য প্রার্থিতা কোনো ব্যবসা নয়। মনোনয়নপত্রকে বিকিকিনি করে রাজনীতিকে দুর্বৃত্তায়িত করে ফেলা হয়েছে। আগামী দিনে কমিউনিস্ট পার্টি জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতিকে দুর্বৃত্তায়ন মুক্ত করে জনতার শাসন প্রতিষ্ঠা করবে। দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর জোটের সঙ্গে আলোচনা করে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

মন্তব্যসাতদিনের সেরা