kalerkantho

শুক্রবার । ২০ চৈত্র ১৪২৬। ৩ এপ্রিল ২০২০। ৮ শাবান ১৪৪১

রামগড়ে কঠিন চীবর দান উৎসব

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি   

১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেখাগড়াছড়ির রামগড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবম্বলীদের অন্যতম উৎসব দানোত্তম কঠিন চীবর দান উদ্যাপিত হয়েছে। গতকাল শুক্রবার রামগড়ের মাস্টারপাড়া আনন্দ বৌদ্ধ বিহারে এই উৎসব উদ্যাপিত হয়। উৎসবে প্রধান অতিথি ছিলেন মারমা উন্নয়ন সংসদের সভাপতি মংপ্রু চৌধুরী।

রামগড় ছাড়াও গুইমারা ও মানিকছড়ি উপজেলা থেকে আসা তিন সহস্রাধিক বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের অংশগ্রহণে সকাল ৬টায় পবিত্র ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে উৎসবটি শুরু হয়। পরে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা ও ভিক্ষুসংঘের প্রাতরাশ গ্রহণ, পঞ্চশীল প্রার্থনা, ভিক্ষুসংঘকে পিণ্ডদান, চীবরদান উৎসর্গ, আলোচনা, ধর্মীয় দেশনাসহ প্রদীপপূজার আয়োজন করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা