kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

‘বিএনপি আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপি আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই অভিযোগ করেন।

আইনমন্ত্রী বলেন, ‘বিএনপির ধ্বংসাত্মক কার্যক্রম আগুন সন্ত্রাসের কথা মনে করিয়ে দেয়। আপনারা দেখেছেন হেমলেট পরা বিএনপির সন্ত্রাসীরা কিভাবে পুলিশের গাড়ি পুড়িয়ে ধ্বংস করেছে। এটা ২০১৪ সাল এবং ২০১৫ সালে তারা যে আগুন সন্ত্রাস করেছিল, সেটা মনে করিয়ে দেয়। সেটাতেই বিএনপি সব সময় এক্সপার্ট। এখন তারা আমাদের ঘাড়ে দোষ চাপিয়ে দিতে চায়। বিএনপির অভ্যাস হচ্ছে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো। আসলে তারাই নির্বাচন বানচাল করতে এই কাণ্ড করেছে।’

মন্তব্যসাতদিনের সেরা