kalerkantho

সোমবার । ১০ কার্তিক ১৪২৭। ২৬ অক্টোবর ২০২০। ৮ রবিউল আউয়াল ১৪৪২

বিপন্ন নেপালি ইগল উদ্ধার

নাটোর প্রতিনিধি   

১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিপন্ন নেপালি ইগল উদ্ধার

বিশ্বব্যাপী বিপন্ন ও বিরল প্রজাতির একটি নেপালি ইগল নাটোরের নলডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রাম থেকে গতকাল সকালে উদ্ধার করেছে প্রশাসন। ছবি : কালের কণ্ঠ

বিশ্বব্যাপী বিপন্ন ও বিরল প্রজাতির একটি নেপালি ইগল নাটোরের নলডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামে দেখা গেছে। স্থানীয়দের সহায়তায় গতকাল শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ইগলটিকে উদ্ধার করেছে। উদ্ধারের পর প্রথমে উপজেলা প্রশাসনের কার্যালয়, পরে রাজশাহী বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে নেওয়া হয়েছে।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের দপ্তর সম্পাদক ফজলে রাব্বী জানান, ইগলটা অসুস্থ অবস্থায় পান। প্রশাসনকে সঙ্গে নিয়ে  ইগলটাকে উদ্ধার করেন। এ সময় উপস্থিত ছিলেন বিলহালতি জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির প্রধান উপদেষ্টা মো. ইসাহাক আলী, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. সঞ্চয় হোসেন প্রমুখ।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বী বলেন, ‘বন্য প্রাণী নিধন বন্ধে জনসচেতনতা বৃদ্ধিতে  প্রতিটি ইউনিয়নে মাইকিং করা হবে।’

মন্তব্যসাতদিনের সেরা