kalerkantho

বুধবার । ২৯ জানুয়ারি ২০২০। ১৫ মাঘ ১৪২৬। ৩ জমাদিউস সানি ১৪৪১     

সংসদে পাস হওয়া ৯টি বিলে রাষ্ট্রপতির সম্মতি

নিজস্ব প্রতিবেদক   

১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশনে পাস হওয়া ৯টি বিলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সম্মতি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই অধিবেশনে পাস হওয়া আরো ১০টি বিলে গত বুধবার রাষ্ট্রপতি সম্মতি জানান।

রাষ্ট্রপতির সম্মতি পাওয়া বিলগুলো হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল-২০১৮, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিল-২০১৮, বাংলাদেশ সংবাদ সংস্থা বিল-২০১৮, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বিল-২০১৮, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিল-২০১৮, মৎস্য সঙ্গনিরোধ বিল-২০১৮, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৮, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস বিল-২০১৮ এবং বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল বিল-২০১৮।

উল্লেখ্য, রাষ্ট্রপতির সম্মতির মধ্য দিয়ে বিলগুলো আইনে পরিণত হলো। দ্রুত গেজেট প্রকাশের মাধ্যমে আইনগুলো কার্যকর হবে।

মন্তব্যসাতদিনের সেরা