kalerkantho

বুধবার । ২৯ জানুয়ারি ২০২০। ১৫ মাঘ ১৪২৬। ৩ জমাদিউস সানি ১৪৪১     

নির্বাচন পেছানোর পক্ষে নন বি চৌধুরী

নিজস্ব প্রতিবেদক   

১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সংসদ নির্বাচনের তারিখ পেছানোর পক্ষে নন। তিনি বলেছেন, সারা দেশ এখন নির্বাচনের মুডে এসে গেছে। এই মুড নষ্ট করে নির্বাচন পেছানো ঠিক হবে না। এতে নির্বাচন হবে কি হবে না, তা নিয়ে মানুষের মনে সন্দেহের সৃষ্টি হতে পারে।

রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে গতকাল বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। এর আগে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেকের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে দেখা করে। এই দলে ছিলেন বাংলাদেশে যুক্তরাজ্য হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ক্যানবার হোসেইন-বর ও হাইকমিশনের পলিটিক্যাল অ্যানালিস্ট এজাজুর রহমান। এ সময় বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, যুক্তফ্রন্টের মুখপাত্র মাহী বি চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা