kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

বিএনপি নির্বাচনে নাও আসতে পারে : এরশাদ

নিজস্ব প্রতিবেদক   

১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার সংঘটিত সহিংস ঘটনার প্রতি ইঙ্গিত করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নাও আসতে পারে। তারা নির্বাচনে এলে ভালোই হবে। তবে না এলে জাতীয় পার্টি ৩০০ আসনেই নির্বাচন করবে।

জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সকালে এক প্রেস বিফ্রিংয়ে এরশাদ এসব কথা বলেন। নির্বাচনী জোট ও আসন বণ্টন নিয়ে প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন, ‘জোটের ব্যাপারে এখনো আলোচনা হয়নি। বিএনপি নির্বাচনে এলে আমরা জোটবদ্ধ হয়েই নির্বাচন করব। আশা করছি আমরা জোটবদ্ধ হলেও প্রত্যাশা অনুযায়ী সম্মানজনক আসন পাব। আর ১৭ ও ১৮ নভেম্বর জাতীয় পার্টির সংসদীয় সভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।’

এইচ এম এরশাদ বলেন, ‘নির্বাচন সামনে রেখে আমাদের নেতাকর্মীরা উজ্জীবিত। গত চার দিনে তারা প্রায় আড়াই হাজার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। এটা জাতীয় পার্টির জন্য খুবই ইতিবাচক দিক। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে জাতীয় পার্টি একাদশ নির্বাচনে অনেক ভালো ফল করবে।’

প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এবং শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, এলজিআরডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূইয়া, ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান জাহাঙ্গীর, নুরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন ও স্বেচ্ছাসেবক পার্টির সদস্যসচিব বেলাল হোসেন উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা