kalerkantho

বুধবার । ২৯ জানুয়ারি ২০২০। ১৫ মাঘ ১৪২৬। ৩ জমাদিউস সানি ১৪৪১     

বসুন্ধরা ফাউন্ডেশনের ঋণ বিতরণ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি    

১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুর গ্রামে বসুন্ধরা ফাউন্ডেশন সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ও বসুন্ধরা গ্রুপের কোষাধ্যক্ষ ময়নাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এ ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক বাঞ্ছারামপুর শাখার ব্যবস্থাপক খোকন চন্দ্র কর্মকার। এ সময় বসুন্ধরা গ্রুপের ডিজিএম মাইমুন কবির, বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মো. মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি খোকন চন্দ্র কর্মকার বলেন, ‘বাংলাদেশের কোথাও সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ করা হয় বলে আমার জানা নেই। শুধু বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সোবহানের মতো হৃদয়বান লোক বাঞ্ছারামপুরে জন্মগ্রহণ করেছেন বলেই বাঞ্ছারামপুরের হতদরিদ্র ব্যক্তিরা এ সুবিধা পাচ্ছে।’ ময়নাল হোসেন চৌধুরী বলেন, ‘২০০৫ সাল থেকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের সরাসরি তত্ত্বাবধানে নিয়মিত ঋণ দিচ্ছি। এ ঋণ দেওয়ার উদ্দেশ্য বাঞ্ছারামপুরকে দারিদ্র্যমুক্ত করা।’ পরে ৪২৩ জন হতদরিদ্র ব্যক্তির মধ্যে ৪০ লাখ ৪৫ হাজার টাকা ঋণ দেওয়া হয়। 

মন্তব্যসাতদিনের সেরা