kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

আ. লীগের মনোনয়ন প্রত্যাশীদের আজ সাক্ষাৎকার

নিজস্ব প্রতিবেদক   

১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহকারীদের সাক্ষাৎকার গ্রহণ আজ অনুষ্ঠিত হবে। ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সকাল ১১টায় এ সাক্ষাৎকার গ্রহণ করা হবে। গতকাল আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও দলটির সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সম্পাদক ওবায়দুল কাদের দলীয় ফরম সংগ্রহকারীদের যথাসময়ে শেখ হাসিনার কার্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, জাতীয় নির্বাচনে ৩০০ আসনে আওয়ামী লীগের চার হাজার ২৩ জন মনোনয়নপ্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা