kalerkantho

বৃহস্পতিবার । ১৮ অগ্রহায়ণ ১৪২৭। ৩ ডিসেম্বর ২০২০। ১৭ রবিউস সানি ১৪৪২

বাম গণতান্ত্রিক জোট আন্দোলনের অংশ হিসেবে ভোটে যাবে

নিজস্ব প্রতিবেদক   

১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে যাবে বাম গণতান্ত্রিক জোট। গতকাল মঙ্গলবার জোটের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বাম জোটসহ অন্যান্য রাজনৈতিক দলের দাবিগুলো না মেনে তফসিল ঘোষণার মাধ্যমে একতরফা নির্বাচনের ফাঁদ পাতা হয়েছে। এর বিরুদ্ধে রাজপথে আন্দোলন চলছে। একই সঙ্গে ওই ফাঁদে পা না দিয়ে আন্দোলনের অংশ হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক মো. শাহ আলম। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।

তৃণমূলের মতামতে প্রার্থী চূড়ান্ত করবে সিপিবি : তৃণমূলের মতামতের ভিত্তিতে সংসদ নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। প্রার্থী হতে আগ্রহীরা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত মনোনয়নের জন্য আবেদন করতে পারবেন।

মন্তব্য