kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

ইউএইর সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক   

১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসংযুক্ত আরব আমিরাত সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গত সোমবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লে. জেনারেল হামাদ মোহাম্মেদ থানি আল রুমাইদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া সেনাপ্রধান আল-হামরা কমব্যাট ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন। সেনাপ্রধান গত ১২ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের ল্যান্ড ফোর্সেস কমান্ডার মেজর জেনারেল সালেহ্ মোহাম্মদ সালেহ্ মেগরেন আল-আমিরির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন এবং ল্যান্ড ফোর্সেস ইনস্টিটিউট পরিদর্শন করেন।

মন্তব্যসাতদিনের সেরা