kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

শিক্ষক ও সমাজকর্মী রোকেয়া খান মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক   

১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশিক্ষক ও সমাজকর্মী রোকেয়া খান মারা গেছেন

প্রবীণ শিক্ষক ও সমাজকর্মী রোকেয়া খান (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।

রোকেয়া খান দুই দশক ধরে ঢাকা অগ্রণী বালিকা বিদ্যালয়ে কর্মরত ছিলেন।

এ ছাড়া শিক্ষা বিস্তার এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি আজিমপুর লেডিস ক্লাব ও ফ্লাওয়ার ক্লাবের সদস্য ছিলেন। সত্তরের দশকে তিনি জাপানে ইকেবানা ও পুষ্পবিন্যাসের ওপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। পরে দেশে ইকেবানা ছড়িয়ে দিতে আমৃত্যু কাজ করে গেছেন।

মন্তব্য