kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১                       

হাসপাতালটিতে পাঁচ দিন ধরে পানি নেই

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের ভালুকার ‘৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’ পাঁচদিন ধরে পানি নেই। এতে চরম দুর্ভোগে পড়েছে হাসপাতালের রোগী, তাদের স্বজন, চিকিত্সক ও কর্মকর্তা-কর্মচারীরা। হাসপাতালের পানি তোলার পাম্পের কয়েল পুড়ে যাওয়ায় এ দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার বিকেলে হাসপাতালে গিয়ে দেখা যায়, অনেক শয্যা ফাঁকা। যারা আছে, তাদের স্বজনরা পানি আনতে জগ, বালতি কিংবা বোতল নিয়ে হাসপাতালের বাইরে যাচ্ছে। অনেকেই হাসপাতাল মসজিদের টিউবওলে থেকে পানি সংগ্রহ করছে। আবার অনেক রোগী ভোগান্তির কারণে হাসপাতাল ছেড়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

হাসপাতালের চিকিত্সক মোস্তাক আহাম্মেদ কালের কণ্ঠকে জানান, গত বৃহস্পতিবার বিকেলে হাসপাতালের পানির বড় পাম্পটির কয়েল হঠাত্ পুড়ে যায়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা একরাম উল্লাহ বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং পাম্পটি মেরামতের জন্য তাদের সঙ্গে বারবার যোগাযোগ করা হচ্ছে।’

মন্তব্যসাতদিনের সেরা