kalerkantho

সোমবার । ১৮ নভেম্বর ২০১৯। ৩ অগ্রহায়ণ ১৪২৬। ২০ রবিউল আউয়াল ১৪৪১     

গফরগাঁওয়ে সংঘর্ষ ভাঙচুর গুলি, উত্তেজনা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেময়মনসিংহের গফরগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। এ সময় চারটি মোটরসাইকেল ভাঙচুর, একটিতে অগ্নিসংযোগ ও ফাঁকা গুলির ঘটনা ঘটে। গতকাল রবিবার বিকেলে উপজেলার খুরশিদ মহল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, গতকাল রবিবার দুপুরে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ড. আবুল হোসেন দিপুর সমর্থকরা মাইক্রোবাস ও মোটরসাইকেল বহর নিয়ে পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ পর্যায়ে ফাঁকা গুলি ও চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় আরিফুজ্জামান রাজু, শওকত আলী, তামিম আহমেদ, আবুল কালাম ও জাকির সরকার আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য হযরত আলী বলেন, ‘গাড়িবহর থেকে অতর্কিতে হামলা ও গুলি চালানো হয়। পরে স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা পিছু হটে।’

এ ব্যাপারে ড. আবুল হোসেন দিপু বলেন, ‘আমি গণসংযোগ করে ফেরার সময় খুরশিদ মহল ব্রিজের নিচে জামায়াত-বিএনপির লোকজন হামলার চেষ্টা করে। গুলি বা মোটরসাইকেল ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।’

পাগলা থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি।’

 

মন্তব্যসাতদিনের সেরা