kalerkantho

সোমবার । ১৮ নভেম্বর ২০১৯। ৩ অগ্রহায়ণ ১৪২৬। ২০ রবিউল আউয়াল ১৪৪১     

সংবাদ সম্মেলনে অভিযোগ

চরফ্যাশনের আদালত বন্ধের ষড়যন্ত্র চলছে

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি   

১৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেভোলার গুটিকয়েক আইনজীবী চরফ্যাশনের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের কার্যক্রম বন্ধের ষড়যন্ত্র করছেন। তাঁদের মিথ্যাচারের বিরুদ্ধে গতকাল রবিবার দুপুরে চরফ্যাশন প্রেস ক্লাবে নাগরিক অধিকার সুরক্ষা কমিটি সংবাদ সম্মেলন করেছে।

সংবাদ সম্মেলন বলা হয়, ভোলার কিছু আইনজীবী ভোলা থেকে চরফ্যাশনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত স্থানান্তরের মিথ্যাচার করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন। মূলত ভোলা সদর থেকে চরফ্যাশনের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত স্থানান্তর করা হয়নি। এ বছরের ২৯ আগস্ট নতুন করে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চরফ্যাশনে স্থাপন করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর থেকে এই আদালত বিচারিক কার্যক্রম শুরু করে। ভোলা জেলা সদরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আগে থেকেই সেখানে চালু আছে। ওই আদালতে চরফ্যাশন ও মনপুরা ছাড়া ভোলার অন্য পাঁচ উপজেলার মামলা পরিচালিত হচ্ছে। চরফ্যাশনে স্থাপিত আদালতে শুধু চরফ্যাশন ও মনপুরার মামলাগুলো নিষ্পত্তি করা হচ্ছে। সংবাদ সম্মেলনে চরফ্যাশনে নাগরিক অধিকার সুরক্ষা কমিটির আহ্বায়ক ও ভোলা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ভিপি লিখিত বক্তব্য পড়েন। এ সময় উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, মোল্লা আবুল কালাম আজাদ, অধ্যাপক জামাল উদ্দিন মহাজন, অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যক্ষ আহাম্মদ উল্যাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা