kalerkantho

চিকিৎসার জন্য এরশাদ ফের সিঙ্গাপুরে

নিজস্ব প্রতিবেদক   

১২ অক্টোবর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে১৫ দিনের ব্যবধানে ফের সিঙ্গাপুর গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় জানিয়েছেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এইচ এম এরশাদ গতকাল বৃহস্পতিবার সকালে তিন দিনের সফরে সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। আগামী ১৩ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা। গত ২৫ সেপ্টেম্বর মেডিক্যাল চেকআপ করাতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। চেকআপ শেষে ২৯ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।

মন্তব্য