kalerkantho

ঢাকা উত্তরের প্যানেল মেয়র ওসমান গণির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

২৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র মো. ওসমান গণি (৬৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ওসমান গণির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের পানেল মেয়র মো. জামাল মোস্তফা।

ওসমান গণি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। তিনি স্ত্রী-ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গত ১৪ আগস্ট চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুর নেওয়া হয়।

মন্তব্য