kalerkantho

খালেদার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক   

২৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গত শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে তাঁর স্বজনরা দেখা করেছেন। রাজধানীর নাজিমুদ্দীন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎকালে সেখানে প্রায় ঘণ্টাখানেক অবস্থান করেন তাঁর ছয় আত্মীয়।

জানা যায়, খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার, ভাবি কানিজ ফাতেমা, ভাতিজা অভিক এস্কান্দার, অনিক এস্কান্দার, বোন সেলিমা ইসলাম ও ভাগ্নে ডাক্তার মামুন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

 

 

 

 

মন্তব্যসাতদিনের সেরা