kalerkantho

মঙ্গলবার। ৫ মাঘ ১৪২৭। ১৯ জানুয়ারি ২০২১। ৫ জমাদিউস সানি ১৪৪২

সড়কে শৃঙ্খলা

দুই বছর সময় চান সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক   

২৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআগামী দুই বছরের মধ্যে রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। রাজধানীর অসহনীয় যানজট কমাতে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণে উদ্যোগ নেবেন বলেও জানিয়েছেন তিনি।

গতকাল শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস’ উপলক্ষে আয়োজিত সভায় এ অভিমত জানান মেয়র। সাঈদ খোকন বলেন, ‘বর্তমান সময়ে একটি আলোচিত বিষয় হচ্ছে সড়কের বিশৃঙ্খলা। প্রধানমন্ত্রী এ জন্য যে কমিটি করে দিয়েছেন, সে কমিটি সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করে যাচ্ছে।’

 

 

 

মন্তব্যসাতদিনের সেরা