সিলেট, যশোরের মণিরামপুর ও সিরাজগঞ্জে আলাদা অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আমাদের আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর—
সিলেট : সিলেট নগরের টিলাগড় থেকে ছাত্রশিবিরের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার মধ্যরাতে শ্যামলী আবাসিক এলাকার ১ নম্বর রোডের ৩৭ নম্বর বাসার একটি মেসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে শাহপরান থানার পুলিশ।
মণিরামপুর (যশোর) : মণিরামপুরে নাশকতার মামলায় অভিযুক্ত জামায়াত নেতাসহ বিএনপি ও জামায়াতের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে মণিরামপুর থানার পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
সিরাজগঞ্জ : সরকারবিরোধী নাশকতার পরিকল্পনার অভিযোগে পেট্রলবোমাসহ পাঁচ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, গত শুক্রবার দুপুরে সদর উপজেলার ছোনগাছা মধ্যপাড়া সরকারবাড়ি জামে মসজিদের সামনে থেকে আটকের পর গতকাল দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। তারা হলেন হাফিজুল ইসলাম, নাসির উদ্দিন, ওবায়দুল হক নাঈম, সবুজ ইসলাম ও মেহেদী হাসান।
মন্তব্য