রিজিউমের অবজেকটিভ
একটা সময় ছিল যখন রিজিউমের ‘ক্যারিয়ার অবজেকটিভ’ অংশে চাকরিপ্রার্থীরা বিস্তর স্বপ্নের কথা তুলে ধরতেন। কিন্তু সময় বদলেছে। প্রতিষ্ঠানগুলো এখন এসব কথা শুনতে চায় না। আপনি কী কী করতে চান, কী স্বপ্ন দেখছেন তা রিজিউমের গুরুত্বপূর্ণ অংশ নয়।
রিজিউমের অবজেকটিভ
একটা সময় ছিল যখন রিজিউমের ‘ক্যারিয়ার অবজেকটিভ’ অংশে চাকরিপ্রার্থীরা বিস্তর স্বপ্নের কথা তুলে ধরতেন। কিন্তু সময় বদলেছে। প্রতিষ্ঠানগুলো এখন এসব কথা শুনতে চায় না। আপনি কী কী করতে চান, কী স্বপ্ন দেখছেন তা রিজিউমের গুরুত্বপূর্ণ অংশ নয়।
বেতন না জানা
ইন্টারভিউয়ে প্রশ্ন কর্তাদের সঙ্গে আলোচনাতে বুঝে নেওয়া যায় আপনার সম্ভাবনা কতটুকু। যদি তাঁরা সরাসরি আপনাকে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং বেতন বিষয়ে কিছু না বলতে চান, তবে আপনাকেই মুখ খুলতে হবে। আপনার বেতন কত হবে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের একটি।
একাধিক পদে আবেদন
কোনো প্রতিষ্ঠান অনেক ধরনের পদের জন্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে।
রিজিউমের আকার
সাধারণত দুই পাতার মধ্যেই একটি মানসম্পন্ন রিজিউম প্রস্তুত করা সম্ভব। কিন্তু আপনার অভিজ্ঞতা এবং কর্মক্ষেত্রের পরিধি অনেক বেশি হতে পারে।
পরে কল করতে বলা
যখনই কল করা হোক না কেন তখনই সাড়া দিন। ইন্টারভিউয়ে গিয়ে প্রার্থীদের সঙ্গে বসতে হয়। সেখান থেকে একে একে প্রার্থীদের ডাকা হয় ইন্টারভিউয়ের টেবিলে। সেখানে আপনার ডাক এলে কখনোই বলবেন না যে আপনি পরে যাবেন। এটা এক অর্থে অভদ্রতা। আবার অন্য অর্থে, আপনার সাহস বা প্রস্তুতি নেই। আবার ফোনে আপনাকে ইন্টারভিউয়ের কথা বলা হলে অবশ্যই কথা বলে দিনক্ষণ জেনে নেবেন।
টাইমস জবস অবলম্বনে সাকিব সিকান্দার
সম্পর্কিত খবর
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আজ রবিবার দেশের গুরুত্বপূর্ণ স্থানে ‘পিপল হু ফট ফর আস’ ও ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট : স্টোরি অব মুশতাক আহমদ’সহ জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ঢাকায় মিরপুর-১০ ও বছিলায় শহীদদের স্মরণে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসব আয়োজন করা হবে। গতকাল শনিবার সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
তথ্য বিবরণীতে আরো বলা হয়েছে, আজ ২০ জুলাই ‘গণহত্যা ও ছাত্র-জনতার প্রতিরোধ দিবস’ স্মরণে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিউজিক ভিডিও শেয়ার করা হবে, যার থিম মিউজিক হবে ‘দেশটা তোমার বাপের নাকি’। কর্মসূচি অনুযায়ী এদিন ‘একটি শহিদ পরিবারের সাক্ষ্য’ ডকুমেন্টারির পার্ট-৬ প্রচার এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণার ভিডিও শেয়ার করা হবে। সব মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠানমালা প্রচার করা হবে। সব মোবাইল গ্রাহকের কাছে ভিডিওর ইউআরএল পাঠানো হবে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘ঢাকা শহরে স্বল্প আয়ের মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে। বিগত সময়ে মানুষকে ঢাকাকেন্দ্রিক করে ফেলা হয়েছে। ঢাকার সঙ্গে আশপাশের জেলাগুলোর ভালো সংযোগ স্থাপন করা হয়নি। ফলে মানুষ কাজের জন্য ঢাকা এলেও, কাজ সেরে ফিরে যেতে পারছে না।
গতকাল শনিবার বুয়েটের স্থাপত্য বিভাগ আয়োজিত ‘ঢাকায় নিম্নবিত্তের সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক আবাসন’ শীর্ষক এক বিশেষ ডিজাইন-গবেষণা উপস্থাপনা ও আলোচনায় উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর প্লট ও ফ্ল্যাট দেওয়ার ক্ষেত্রে বিশেষ কোটা বাতিল করেছে সরকার। স্বল্প আয়ের মানুষের আবাসন সুবিধা নিশ্চিত করতে রাজউক থেকে লটারির মাধ্যমে অ্যাপার্টমেন্ট দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি হলে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ফলাফল হাতে থাকবে না বলে মন্তব্য করেছেন আদিলুর রহমান খান।
উপদেষ্টা বলেন, নতুন করে যেন বাংলাদেশে কখনোই আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে।