বিএনপির আন্দোলনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশে তো কোনো অশান্তি নেই, তাহলে তারা আন্দোলন করবে কেন? দেশের অশান্তি তো হচ্ছে তারাই। দেশের স্থায়ী অশান্তির নাম বিএনপি। গত ১০ বছরে একবারও তাদের আন্দোলন দেখিনি। আগামী দুই মাসে আর কী আন্দোলন করবে? তাদের সেই শক্তি, মানসিকতা, সাহস, প্রস্তুতি কোনোটাই নেই।’
গতকাল আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
বিএনপি মহাসচিবের যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি প্রচার করছে জাতিসংঘের মহাসচিব তাদের দাওয়াত দিয়েছেন। কিন্তু তিনি এখন ঘানায় অবস্থান করছেন। কাজেই তাঁর সঙ্গে আলোচনা করার কোনো সুযোগ নেই। তবে আমাদের কথা হলো আলোচনা হতেই পারে। জাতিসংঘের কোনো পরামর্শ থাকলে দিতে পারে। সংবিধানের বাইরে আমাদের অন্য কোনো বিকল্প নেই।’
মন্তব্য