kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

পুলিশের বাধায় পণ্ড উদীচীর ধানমণ্ডি সম্মেলনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক   

১৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপুলিশি বাধায় পণ্ড হয়েছে উদীচী শিল্পীগোষ্ঠীর ধানমণ্ডি শাখা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান। গতকাল শুক্রবার ধানমণ্ডি ল কলেজ মিলনায়তনে ওই অনুষ্ঠান ছিল। পুলিশের পূর্বানুমতি না নেওয়ার অজুহাতে সম্মেলন পণ্ড করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

উদীচীর পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের ধানমণ্ডি শাখা সম্মেলনের জন্য কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়া হয়। উন্মুক্ত অনুষ্ঠান না হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়নি বিষয়টি। বাধ্যবাধকতা না থাকলেও কেন তাদের জানানো হয়নি এ অজুহাতে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার আগ মুহূর্তে পুলিশ অনুষ্ঠানস্থলে গিয়ে বাধা দেয়। উদীচীর নেতাদের বারবার অনুরোধ সত্ত্বেও তারা সেখানে অনুষ্ঠান শুরু করতে দেয়নি।

উদীচী ধানমণ্ডি শাখার দ্বিতীয় দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান করার ক্ষেত্রে পুলিশের বাধাদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি ড. সফিউদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এবং ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ ও সাধারণ সম্পাদক ইকবালুল হক খান।

 

 

মন্তব্যসাতদিনের সেরা