kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

চালককে পিটিয়ে হাসপাতালে পাঠাল পুলিশ

মানিকগঞ্জ প্রতিনিধি    

১৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপাটুরিয়া ফেরিঘাটে পুলিশ কর্মকর্তার নিষ্ঠুর পিটুনিতে শাহিনুল ইসলাম নামের এক পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হয়েছেন। তাঁকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদ করে মানিকগঞ্জ জেলা মিনি ট্রাক ও পিকআপ ভ্যান শ্রমিক ইউনিয়ন। পরে নিজের ভুল স্বীকার করে আহত চালকের চিকিৎসার ভার নেন ওই পুলিশ কর্মকর্তা।

মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন চালক শাহিনুল ইসলাম জানান, তিনি টঙ্গীর কোনাবাড়ী থেকে কয়েকটি ফ্রিজ নিয়ে বরিশালে যাচ্ছিলেন। পাটুরিয়া ঘাটে এসে যানজটে আটকা পড়েন। দুপুর ২টার দিকে সামনের একটি ট্রাক কিছুটা এগিয়ে গেলে তিনিও আগাতে থাকেন। এ সময় নিরঞ্জন নামের এক পুলিশ কর্মকর্তা তাঁকে গাড়ি থেকে নামিয়ে গালাগালের পাশাপাশি লাঠি দিয়ে বেদম পেটান।

 

 

 

মন্তব্যসাতদিনের সেরা