রংপুর নগরীর রাধাকৃষ্ণপুর এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শওকত আলী ঘুঘু নামে একাধিক মামলার আসামি নিহত হয়েছেন। নিহত শওকত মাদক কারবারি ও জেলা ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে র্যাব। নিহত ঘুঘু নগরীর দেওডোবা ডাঙ্গিরপাড় এলাকার বাচ্চু মিয়ার ছেলে। অন্যদিকে মাগুরায় গুলিবিদ্ধ একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
রংপুর র্যাব-১৩ মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মর্তুজা জানান, ঘুঘুর লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে।
এদিকে মাগুরার শালিখা উপজেলার শতখালী গ্রাম থেকে গত বৃহস্পতিবার শাহীন (৪০) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শাহীন যশোর শহরের মুরলীপাড়ার বাসিন্দা। তিনি যশোর সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন হত্যাসহ একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য