kalerkantho

বৃহস্পতিবার । ১২ ডিসেম্বর ২০১৯। ২৭ অগ্রহায়ণ ১৪২৬। ১৪ রবিউস সানি     

বিকল্প বাম শক্তি গড়তে চায় সিপিবি

নিজস্ব প্রতিবেদক   

১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশের রাজনীতিতে জোট-মহাজোটের বিপরীতে বিকল্প বাম শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে একটি সমাবেশে নেতারা এ বিষয়ে কথা বলেন।

রাজধানীর পল্টন এলাকায় গতকাল বিকেলে পদযাত্রা কর্মসূচি পালন করে সিপিবি। এর আগে মুক্তি ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় কমরেড সুকান্ত সফি চৌধুরীর সভাপতিত্বে। বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, ডা.সাজেদুল হক রুবেল, লুনা নুর, সেকেন্দার হায়াত প্রমুখ। সমাবেশ শেষে পল্টন থেকে দৈনিক বাংলা হয়ে মতিঝিল এলাকায় পদযাত্রাসহ প্রচারপত্র বিলি করা হয়।

সমাবেশে নেতারা বলেন, সংবিধানে জনগণই ক্ষমতার উৎস বলা হলেও জনগণ আজ অধিকারবঞ্চিত। উন্নয়নের নামে চলছে লুটপাট, ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার চেষ্টা চলছে। অন্যদিকে ক্ষমতার বাইরে থাকা একটি গোষ্ঠী অপশক্তিকে সঙ্গে নিয়ে বিদেশনির্ভর হয়ে ক্ষমতায় যেতে চাইছে। এ পরিস্থিতির অবসানে বিকল্প বাম শক্তি গড়ে তুলতে হবে। ঢাকায় ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সরকারের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান নেতারা।

 

 

মন্তব্যসাতদিনের সেরা