kalerkantho

মঙ্গলবার । ৭ আশ্বিন ১৪২৭ । ২২ সেপ্টেম্বর ২০২০। ৪ সফর ১৪৪২

চরমোনাই পীর বললেন

সংসদ বহাল রেখে নির্বাচন মানে তামাশা

নিজস্ব প্রতিবেদক   

১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, সরকার এবারও সংসদ বহাল রেখে নির্বাচন করতে যাচ্ছে। এটি হলে ৫ জানুয়ারির নির্বাচনের মতো তামাশা হবে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আইএবি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আগামী ৫ অক্টোবর মহাসমাবেশের ডাক দেওয়া হয়। চরমোনাই পীর বলেন, ‘নিবন্ধিত সব দলের মতামতের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হলে ইসলামী আন্দোলন ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এ লক্ষ্যে আমার প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়েছে। ৫ অক্টোবরের মহাসমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’

 

 

মন্তব্যসাতদিনের সেরা