kalerkantho

মঙ্গলবার । ৭ আশ্বিন ১৪২৭ । ২২ সেপ্টেম্বর ২০২০। ৪ সফর ১৪৪২

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি   

১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজবাড়ী সদরের খানখানাপুর ইউনিয়নের বাইলের চর জজপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুরুজ ফকির (১৯) নামের এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের নেকবর ফকিরের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য পাওয়া গেছে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে তাঁর ব্যাটারিচালিত অটোরিকশাটির বৈদ্যুতিক সংযোগ দিতে যান চালক সুরুজ ফকির। তাতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় জেলার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

 

 

মন্তব্যসাতদিনের সেরা