kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

রাবি ভর্তি পরীক্ষা

প্রাথমিক আবেদনের ফল ১৭ সেপ্টেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশিত হবে আগামী ১৭ সেপ্টেম্বর। এতে পাঁচটি ইউনিটের প্রতিটিতে সর্বোচ্চ ৩২ হাজার ভর্তীচ্ছুু পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের প্রশাসক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লা এ তথ্য নিশ্চিত করেন।

খাদেমুল ইসলাম মোল্লা জানান, এ বছর ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনে দুই লাখ ৮৫ হাজার ৫৬টি আবেদন জমা পড়েছে। আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলের ভিত্তিতে বিশেষ কোটাসহ পাঁচটি ইউনিটে মোট এক লাখ ৬০ হাজার ভর্তীচ্ছুুকে চূড়ান্তভাবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

গত ৩ সেপ্টেম্বর থেকে ভর্তির প্রাথমিক আবেদন শুরু হয়। বুধবার রাত ১২টায় আবেদন কার্যক্রম শেষ হয়। এ বছর পাঁচটি ইউনিটে আগামী ২২-২৩ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছর বিশ্ববিদ্যালয়ের ৫৯টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটে কোটা ছাড়া চার হাজার ১৭৩ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.admission.ru.ac.bd এ পাওয়া যাবে।

 

মন্তব্যসাতদিনের সেরা