kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

খালেদা জিয়ার সুচিকিৎসা দাবি ঢাবি সাদা দলের

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। একই সঙ্গে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে তারা। গতকাল বৃহস্পতিবার সাদা দলের আহ্বায়ক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গত আট মাসেরও বেশি সময় ধরে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে। গুরুতর অসুস্থ এ সাবেক প্রধানমন্ত্রীর বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসার ব্যবস্থা না করায় আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি। বেগম খালেদা জিয়ার প্রতি সরকারের এ নিবর্তনমূলক আচরণের আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’

তাতে আরো বলা হয়, ‘বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে উদাসীনতা দেখিয়ে সরকার একটি নিন্দনীয় ও কলঙ্কজনক দৃষ্টান্ত তৈরি করেছে। আমরা উদ্বেগের সাথে এটিও লক্ষ করছি যে আবারও আর এক মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়ার জন্য অসাংবিধানিকভাবে কারাগারে আদালত বসিয়ে বিচারের নামে প্রহসনের চেষ্টা চলছে। আমরা মনে করি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ থেকে তাঁকে এবং তাঁর দল বিএনপিকে বিরত রাখার অপকৌশল হিসেবেই এসব করা হচ্ছে। আমরা সরকারের এ হীন প্রচেষ্টারও প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। তাঁর সুচিকিৎসার জন্য অতি দ্রুত বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করাসহ তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

 

মন্তব্যসাতদিনের সেরা