kalerkantho

বৃহস্পতিবার । ৭ ফাল্গুন ১৪২৬ । ২০ ফেব্রুয়ারি ২০২০। ২৫ জমাদিউস সানি ১৪৪১

হাসিনাকে মরিসনের বার্তা

বাংলাদেশের সঙ্গে জোরালো সম্পর্ক চায় অস্ট্রেলিয়া

কূটনৈতিক প্রতিবেদক   

১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার্তা পাঠিয়েছেন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি গত ২৪ আগস্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এ মাসের শুরুতে শেখ হাসিনাকে ওই বার্তা পাঠান। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার সেই বার্তার বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানিয়েছে।

অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক জোরদার ও প্রসারে সন্তুষ্টি প্রকাশ করেন। গত বছর দুই দেশের বাণিজ্য ১১ শতাংশেরও বেশি বেড়েছে উল্লেখ করে তিনি লিখেছেন, সন্ত্রাস এবং আন্তর্দেশীয় অন্যান্য অপরাধ দমনে দুই দেশ পরস্পরকে নিবিড়ভাবে সহযোগিতা করছে। বাংলাদেশি বংশোদ্ভূত ৪৯ হাজার ব্যক্তি অস্ট্রেলীয় সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের নেতৃত্বের কথা আলাদাভাবে উল্লেখ করেছেন স্কট মরিসন। তিনি লিখেছেন, মানবিক সহায়তা হিসেবে অস্ট্রেলিয়া সাত কোটি মার্কিন ডলার দিতে অঙ্গীকারবদ্ধ। ওই সহায়তার বেশির ভাগই বাস্তুচ্যুতদের খাদ্য, আশ্রয় ও অন্যান্য চাহিদা মেটাতে ব্যয় হবে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে শেখ হাসিনার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। 

 

মন্তব্যসাতদিনের সেরা