kalerkantho

সোমবার । ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭ । ১  জুন ২০২০। ৮ শাওয়াল ১৪৪১

ওবায়দুল কাদেরের মত

জাতিসংঘ বিরক্ত হয়ে বিএনপিকে তলব করেছে

নিজস্ব প্রতিবেদক   

১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেজাতিসংঘ বিরক্ত হয়ে বিএনপিকে তলব করেছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন পুরোপুরি একটি নালিশ পার্টিতে পরিণত হয়েছে। তারা যে একটি নালিশ পার্টি তা বারবার প্রমাণ করেছে। জাতিসংঘে গিয়েও তারা এর পুনরাবৃত্তি করবে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবন নির্মাণের কাজের অগ্রগতি পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সাংবাদিকরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতিসংঘে যাওয়ার প্রসঙ্গ তুললে ওবায়দুল কাদের আরো বলেন, কোনো দেশে সংকট থাকলে তা নিরসনে জাতিসংঘ তাদের দূত পাঠায়। দূত এসে সংকট নিরসনে প্রচেষ্টা চালান। বর্তমানে দেশে কোনো সংকট না থাকায় তারা কোনো দূত পাঠায়নি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতারা এত নালিশ শুরু করেছেন যে জাতিসংঘও বিরক্ত হয়ে তাঁদের নালিশ  শোনার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তলব করেছে। অবশ্য আমাদের এ নিয়ে কোনো মাথাব্যথা নেই। তবে জাতিসংঘে তাঁকে কেন ডাকা হয়েছে তা নিয়ে আমরা তড়িঘড়ি করে কোনো মন্তব্য করতে চাই না।’

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক নৌকা বিজয়ের পতাকা নিয়ে বিজয়ের মাসে তীরে ভিড়বে।’

 

 

 

মন্তব্যসাতদিনের সেরা