kalerkantho

মঙ্গলবার । ২৩ আষাঢ় ১৪২৭। ৭ জুলাই ২০২০। ১৫ জিলকদ  ১৪৪১

মাইলেক্স অনুশীলনে যোগ দিতে ভারত যাচ্ছেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক   

১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভারতের পুনেতে বিমসটেকের মাল্টিন্যাশনাল ফিল্ড ট্রেনিং এক্সারসাইজে (মাইলেক্স) যোগ দিতে আগামীকাল শুক্রবার ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

আইএসপিআর জানায়, আগামী ১৫ সেপ্টেম্বর বিমসটেকের সদস্য দেশগুলোর সেনাপ্রধানদের অংশগ্রহণে ‘পসিবিলিটি অব ক্রিয়েটিং ভায়াবল রিজিওনাল সিকিউরিটি আরকটিকচার টু ডিল উইথ থ্রেটস টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এ ছাড়া ওই অনুশীলনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান। আগামী ১৭ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার কথা।

 

মন্তব্যসাতদিনের সেরা