kalerkantho

সেনাপ্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত

নিজস্ব প্রতিবেদক   

১২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ‘১৫তম কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হয়েছেন। গত সোমবার অভিষেকের পর তিনি এই রেজিমেন্টের সদস্যদের উদ্দেশে দরবার গ্রহণ করেন।

আইএসপিআর জানায়, সেনাপ্রধান চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে এসে পৌঁছালে রেজিমেন্টের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জ্যেষ্ঠ অধিনায়ক এবং জ্যেষ্ঠ সুবেদার মেজর সেনাবাহিনী প্রধানকে ‘কর্নেল কমান্ড্যান্ট’-এর র্যাংক ব্যাজ পরিয়ে দেন। সেনাপ্রধান ১৯৭১ সালে শহীদদের স্মরণে নির্মিত ‘অজানা শহীদ সমাধি’তে পুষ্পস্তবক অর্পণ করেন।

জেনারেল আজিজ আহমেদ কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হওয়ার পর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত অধিনায়কদের উদ্দেশে বক্তব্য দেন। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য তিনি রেজিমেন্টের সব সদস্যের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সেনা সদর ও স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ব্রিটিশ-ভারতীয় সেনাবাহিনীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাঙালি মুসলিম সেনাদের সাহসিকতায় উদ্বুদ্ধ হয়ে ক্যাপ্টেন গনি বাঙালি মুসলিমদের নিয়ে একটি পৃথক রেজিমেন্টের স্বপ্ন দেখেন। এরই ধারাবাহিকতায় ১৯৪৮ সালে ১৫ ফেব্রুয়ারি প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠা লাভ করে। ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে অবস্থানরত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়নের বাঙালি সৈনিকরাই মুক্তিবাহিনীর প্রধান চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হন। এই রেজিমেন্টের প্রথম বাঙালি কমান্ড্যান্ট কর্নেল এম এ জি ওসমানী মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সর্বমোট ৪৫টি ব্যাটালিয়ন রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় ইস্ট বেঙ্গল রেজিমেন্টগুলো আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত একটি চৌকস পদাতিক বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

 

মন্তব্য