kalerkantho

মঙ্গলবার । ২৭ শ্রাবণ ১৪২৭। ১১ আগস্ট ২০২০ । ২০ জিলহজ ১৪৪১

যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত

রোহিঙ্গা প্রত্যাবাসনে নেপিডোকে চাপে রাখবে ওয়াশিংটন

কূটনৈতিক প্রতিবেদক   

৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও সম্মানজনকভাবে তাদের বাড়ি-ঘরে ফেরাতে পরিবেশ সৃষ্টির জন্য মিয়ানমারকে চাপে রাখবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত আর্ল মিলার সম্প্রতি ওয়াশিংটনে পররাষ্ট্রবিষয়ক সিনেট কমিটির শুনানিতে এ কথা জানান।

আর্ল মিলার বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে তাঁর নিয়োগ চূড়ান্ত হলে রোহিঙ্গাদের জরুরি প্রয়োজন মেটাতে তিনি তাঁর দেশের পক্ষে বাংলাদেশ, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবেন। তিনি বলেন, ‘এটি স্পষ্ট যে এই সংকট নিরসনে টেকসই চেষ্টা চালাতে হবে।’

আর্ল মিলার বলেন, বাংলাদেশ এমন কিছু বড় ঝুঁকিতে আছে যা মোকাবেলায় যুক্তরাষ্ট্র এ দেশের সঙ্গে অংশীদারির ভিত্তিতে কাজ করতে পারে। আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে মিলার বলেন, আসন্ন নির্বাচন বাংলাদেশের জন্য একটি সুযোগ।

 

মন্তব্যসাতদিনের সেরা