kalerkantho

মঙ্গলবার । ১৫ অক্টোবর ২০১৯। ৩০ আশ্বিন ১৪২৬। ১৫ সফর ১৪৪১       

বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধন

২০ হাজার মেগাওয়াটের মাইলফলক স্পর্শে আলোক উৎসব আজ

নিজস্ব প্রতিবেদক   

৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদেশের বিদ্যুৎ খাত ২০ হাজার মেগাওয়াটের মাইলফলক স্পর্শ করেছে। এ উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর হাতিরঝিল, বসুন্ধরা ও মিরপুরে বর্ণিল আলোক উৎসবের আয়োজন করা হবে।

বিদ্যুৎসচিব ড. আহমদ কায়কাউস জানান, দেশের ১২৪টি বিদ্যুেকন্দ্রের উৎপাদন ক্ষমতা ১৭ হাজার ৪৩ মেগাওয়াট। এর সঙ্গে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টগুলো থেকে আরো দুই হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি থেকে প্রায় ২৯০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। সেই হিসাবে মোট উৎপাদন ক্ষমতা দাঁড়ায় ২০ হাজার ১৩৩ মেগাওয়াট। এ ছাড়া আগামী ১০ সেপ্টেম্বর ভারত থেকে আসছে আরো ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ।

এ বিষয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের সময় বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ছিল চার হাজার ৯৪২ মেগাওয়াট যা বর্তমানে ২০ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে। মাত্র ১০ বছরে এই অগ্রগতি নিঃসন্দেহে একটি বিরল অর্জন। আলোক উৎসব উদ্যাপনের মাধ্যমে এটিকে স্মরণীয় করা হবে।

এদিকে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৮। ‘অনির্বাণ আগামী’—প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল এ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত এ অনুষ্ঠান চলবে। প্রতিবারের মতো এবারের বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহেও থাকবে মেলা, ক্যাম্প ও সেমিনার।

 

মন্তব্যসাতদিনের সেরা