kalerkantho

মঙ্গলবার । ১৫ অক্টোবর ২০১৯। ৩০ আশ্বিন ১৪২৬। ১৫ সফর ১৪৪১       

৩৯তম বিশেষ বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৩৭৫০ জন

নিজস্ব প্রতিবেদক   

৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে৩৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ১৩ হাজার ৭৫০ জন উত্তীর্ণ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এই ফল প্রকাশ করা হয়েছে।

জানা যায়, বিশেষ বিসিএসে সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫৩১ জন উত্তীর্ণ হয়েছেন। ফলাফল টেলিটক মোবাইলে জানতে এসএমএসের মাধ্যমে PSC লিখে স্পেস দিয়ে ৩৯ লিখে স্পেস দিয়ে Registration নম্বর লিখে স্পেস দিয়ে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সময় শিগগিরই ঘোষণা করা হবে।

৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত ৮ এপ্রিল। এতে মোট ৩৯ হাজার ৯৫৪ জন প্রার্থী আবেদন করেন। এই বিসিএসের মাধ্যমে চার হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে। বিশেষ এই বিসিএসে ২০০ নম্বরের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা হয়।

মন্তব্যসাতদিনের সেরা