kalerkantho

মঙ্গলবার । ১৫ অক্টোবর ২০১৯। ৩০ আশ্বিন ১৪২৬। ১৫ সফর ১৪৪১       

ঢেউয়ে কাচ ভেঙে গ্রিন লাইনের ছয় যাত্রী আহত

বরিশাল অফিস   

৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমেঘনার উত্তাল ঢেউয়ে ঢাকা থেকে বরিশালগামী ‘গ্রিন লাইন’ ওয়াটার বাসের জানালার কাচ ভেঙে ছয় যাত্রী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ওই ওয়াটার বাসের যাত্রী ও বানারীপাড়ার সাবেক পৌর মেয়র গোলাম সালেহ মঞ্জু জানান, গতকাল সকাল ৮টার দিকে জলযানটি ঢাকার সদরঘাট থেকে বরিশালের উদ্দেশে রওনা হয়। দুপুর ১২টার দিকে মেঘনা অতিক্রমকালে জাহাজটি উত্তাল ঢেউয়ের কবলে পড়ে। বড় বড় ঢেউ জাহাজটির গায়ে আছড়ে পড়ে। একের পর এক ঢেউয়ের আঘাতে একপর্যায়ে জাহাজের সামনের অংশের জানালার কাচ ভেঙে যায়। তাতে যাত্রীরা আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি শুরু করে। এ সময় কাচ লেগে সামনের অংশে বসা ছয় যাত্রী আহত হয়।

মন্তব্যসাতদিনের সেরা