kalerkantho

মঙ্গলবার । ১২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৬  মে ২০২০। ২ শাওয়াল ১৪৪১

সিদ্ধান্ত চূড়ান্ত নির্বাচন করছি না : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   

৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআগামী নির্বাচনে অংশ না নেওয়ার ‘চূড়ান্ত’ সিদ্ধান্ত নিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি আর নির্বাচন করছি না।’

গ্রামীণ ব্যাংকের লভ্যাংশ হস্তান্তর উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘নির্বাচনকালীন সরকারে সম্ভবত আমি থাকছি। কারণ আমি তো আর নির্বাচন করছি না।’ তিনি বলেন, ‘আমি সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। আমার ভাই (সাবেক রাষ্ট্রদূত আব্দুল মোমেন চৌধুরী) নির্বাচন করবে। আমি তার সমর্থক হয়ে কাজ করব।’

মন্ত্রী আরো বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নিয়ে যাঁরা অভিযোগ করেছেন, তাঁরা অবান্তর ও অবাস্তব অভিযোগ করেছেন। ২০০৮ সালের পর থেকে কোনো নির্বাচন আনফেয়ার হয়নি।’

অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বাবুল সাহা ২০১৭ সালের মুনাফা থেকে ছয় কোটি ২৪ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

 

 

 

মন্তব্যসাতদিনের সেরা