kalerkantho

মঙ্গলবার । ১৫ অক্টোবর ২০১৯। ৩০ আশ্বিন ১৪২৬। ১৫ সফর ১৪৪১       

শহিদুল আলমের মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের চেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআলোকচিত্রী শহিদুল আলমসহ নিরাপদ সড়ক আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। তবে সচিবালয়ে পৌঁছার আগেই প্রেস ক্লাবের সামনে তারা পুলিশের বাধার মুখে পড়ে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মিছিল বের করে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে দোয়েল চত্বর দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যায়। পরে প্রেস ক্লাবের সামনে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘বাংলাদেশ এখন একটি কঠিন সময়ের মধ্যে আছে। আলোকচিত্রী শহিদুল আলম গণতন্ত্রের পক্ষের লোক। মানুষের পক্ষে সব সময় কথা বলেছেন, ছবি তুলেছেন। রাষ্ট্রের পক্ষে এ রকম একজন শহিদুল আলম তৈরি করা সম্ভব নয়।

বরং এ ধরনের মানুষদের নির্যাতন করা হচ্ছে। আমরা অবিলম্বে শহিদুল আলমের মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁর নিঃশর্ত

মুক্তি দাবি করছি।’

 

মন্তব্যসাতদিনের সেরা