kalerkantho

শুক্রবার । ১৭ জানুয়ারি ২০২০। ৩ মাঘ ১৪২৬। ২০ জমাদিউল আউয়াল ১৪৪১     

রাজধানীতে ইয়াবাসহ চিকিৎসক আটক

নিজস্ব প্রতিবেদক   

৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীতে এমবিবিএস চিকিৎসকসহ চারজনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের কাছ থেকে ১৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে বাড্ডার শাহজাদপুর ও গুলশান-১-এর গুদারাঘাটে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলো এমবিবিএস চিকিৎসক রাকীব হাসান, সোলেমান, তার স্ত্রী আয়েশা ও শাহীন।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক খোরশেদ আলম জানান, তাঁদের কাছে তথ্য ছিল, বাড্ডার কনফিডেন্স টাওয়ারের পাশের একটি বাসায় বসবাসরত দম্পতি ইয়াবার ব্যবসা করে। অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহীন নামের একজনের কাছ থেকে ৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে শাহিন জানায়, একজন চিকিৎসকের কাছ থেকে সে ইয়াবা কিনে থাকে। কিন্তু ইয়াবা বিক্রির কথা অস্বীকার করেন চিকিৎসক রাকীব। পরে শাহীনকে দেখে তাঁর কাছে থাকা ২০ পিস ইয়াবা বের করে দেন।

মন্তব্যসাতদিনের সেরা