kalerkantho

মঙ্গলবার। ২০ আগস্ট ২০১৯। ৫ ভাদ্র ১৪২৬। ১৮ জিলহজ ১৪৪০

স্কুলফেরত নাতির সামনে নানিকে পিষে দিল গাড়ি

নিজস্ব প্রতিবেদক   

৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগতকাল বুধবার দুপুরে গুলশানের শাহজাদপুর স্কুলছাত্র নাতিকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় সোলেমা খাতুনকে (৬০) পিষে মারল ঘাতক পিকআপ। গতকাল দুপুরে সাত বছরের শিশুটির চোখের সামনেই ব্যস্ত সড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘাতক গাড়িটির চালক লিটনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন মিয়া।

সোলেমা খাতুনের আরেক নাতি নাঈম জানান, তাঁর নানি ছোট মেয়ে হেলেনার সন্তান হেলালকে নিয়ে স্থানীয় স্কুল থেকে বাসায় ফিরছিলেন। পথে শাহজাদপুরে সুবাস্তু টাওয়ারসংলগ্ন সড়কে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে নানী গুরুতর আহত হন। তাত্ক্ষণিক ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নাইম আরো জানান, হেলাল স্থানীয় স্কুলের নার্সারিতে পড়ে। ঘটনার সময় নানির হাত ধরে রাস্তা পার হচ্ছিল সে। দুর্ঘটনায় সে সামান্য আহত হয়েছে। তার নানাবাড়ি ময়মনসিংহের ধোবাউড়ায়। সোলেমা খাতুন শাহজাদপুর খিলবাড়ীরটেক এলাকায় মেয়ে হেলেনার বাসায় থাকতেন।

 

মন্তব্য