kalerkantho

বুধবার । ২১ আগস্ট ২০১৯। ৬ ভাদ্র ১৪২৬। ১৯ জিলহজ ১৪৪০

নির্দেশনা সফল, হেলমেট ছাড়া তেল মিলছে না

নিজস্ব প্রতিবেদক   

৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনির্দেশনা সফল, হেলমেট ছাড়া তেল মিলছে না

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মোটরসাইকেল চালকদের হেলমেট না থাকলে জ্বালানি না দিতে তেলের পাম্পগুলোকে নির্দেশনা দিয়েছিল গত মঙ্গলবার। নির্দেশনা বাস্তবায়ন শুরু হয়েছে এবং গতকাল বুধবার হেলমেট নেই এমন বাইকচালকরা জ্বালানি পায়নি। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর মিরপুর ১০ নম্বরে পেট্রল পাম্পে গিয়ে দেখা যায়, পেট্রল ও অকটেন সরবরাহের মেশিনে টাঙানো আছে লেমিনেটিং করা নির্দেশনা : ‘হেলমেট ব্যতীত মোটরসাইকেলে জ্বালানি ইস্যু করা হইবে না’। তেজগাঁওয়ের তিব্বত মোড়ের সততা পাম্পে গিয়ে দেখা গেছে একই চিত্র। সেখানেও ব্যানার টানানো হয়েছে। পাম্পের কাউন্টার ম্যানেজার শরিফুল ইসলাম বলেন, ‘ট্রাফিক পুলিশের পক্ষ থেকে গতকাল দুজন এসে বলে গেছেন, হেলমেট ছাড়া তেল না দিতে। আমরা তেল ডেলিভারিম্যানদের বলে দিয়েছি, পুলিশের নজরদারি রয়েছে; তারা যেন কোনোভাবেই হেলমেটবিহীন কাউকে তেল সরবরাহ না করেন। তবে সকাল থেকে হেলমেটবিহীন মাত্র তিন-চারজনকে আমরা ফিরিয়ে দিয়েছি। বাকিদের সবার হেলমেট ছিল।’

রাজধানীর বাড্ডা লিংক রোড সড়কে সিটিজেন সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনে গিয়ে দেখা মেলে একই চিত্র। হেলমেট পরে সবাই লাইনে দাঁড়িয়ে স্বাচ্ছন্দ্যে পেট্রল নিচ্ছেন। রাইডার আরিফ তন্ময় বলেন, ‘সড়ক দুর্ঘটনায় জীবন বাঁচানোর জন্যই হেলমেটের ব্যবহার। যেটি আমাদের নিজেদেরই নেওয়ার কথা—সেই উদ্যোগ নিয়েছে সরকার। আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। ভবিষ্যতে যেন ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ যানবাহনে তেল নিতে না পারে সেই ব্যবস্থাও করা উচিত।’

গত মঙ্গলবার মাসব্যাপী ট্রাফিক সচেতনতা মাস ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বেশ কিছু নির্দেশনা দেন, যার একটি ছিল হেলমেট ছাড়া রাইডারদের তেল সরবরাহ না করা।

 

মন্তব্য