kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

নাটোরে সড়ক দুর্ঘটনা

চালক এক দিনের রিমান্ডে, সহকারী পেলেন জামিন

নাটোর প্রতিনিধি   

৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনাটোরের লালপুরে যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় চ্যালেঞ্জার পরিবহনের চালক শামীম হোসেনকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ সময় চালকের সহকারী আব্দুস সামাদকে জামিন দেওয়া হয়। গতকাল বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক সুলতান মাহমুদ এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বনপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক তরিকুল ইসলাম জানান, গত ৩০ আগস্ট গ্রেপ্তার হওয়া চালক শামীম হোসেন ও চালকের সহকারী আব্দুস সামাদকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তরিকুল ইসলাম। শুনানি শেষে আদালতের বিচারক সুলতান মাহমুদ আগামী ৫ সেপ্টেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সে অনুযায়ী গতকাল বুধবার শুনানির নির্ধারিত দিনে দুজনকে আদালতে হাজির করা হয়।

গত ২৫ আগস্ট নাটোরের লালপুরের কদমচিলান নামক স্থানে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হয়।

 

 

মন্তব্যসাতদিনের সেরা