kalerkantho

বৃহস্পতিবার । ১২ ডিসেম্বর ২০১৯। ২৭ অগ্রহায়ণ ১৪২৬। ১৪ রবিউস সানি     

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড ১৪ ঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার   

৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড ১৪ ঘর পুড়ে ছাই

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্প। ছবি : কালের কণ্ঠ

কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ১৪টি বস্তিঘর পুড়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট এই অগ্নিকাণ্ডে অবশ্য কেউ হতাহত হয়নি।

শাহ আমানত ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক খালেকুজ্জামান রুবেল জানান, প্রায় ২০ দিন আগে তৈরি শেষে ঘরগুলো সংশ্লিষ্টদের বুঝিয়ে দেওয়া হয়। এর মধ্যে আগুনে ১৪টি ঘর পুড়ে গিয়ে দুই শতাধিক রোহিঙ্গা খোলা আকাশের নিচে বসবাস করছে। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দীপঙ্কর কর্মকার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ১৪টি ঘরে বসবাসরত ২৮টি পরিবারের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিশেষ করে পরিধেয় বস্ত্র ও ত্রাণের খাদ্যদ্রব্য পুড়ে গেছে।

মন্তব্যসাতদিনের সেরা