kalerkantho

মঙ্গলবার । ২৩ আষাঢ় ১৪২৭। ৭ জুলাই ২০২০। ১৫ জিলকদ  ১৪৪১

কূটনীতিকদের সঙ্গে আজ আবার বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক   

৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে আজ মঙ্গলবার আবারও বৈঠকে বসছে বিএনপি। গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৪টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে।

বৈঠকে আগামী জাতীয় নির্বাচন, নির্বাচনে ইভিএম পদ্ধতি চালুর উদ্যোগ, সারা দেশে নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বিএনপির কূটনৈতিক উইংয়ের একজন সদস্য।

তিনি জানান, এসব বিষয়ের বাইরে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা, জামিন প্রক্রিয়ায় সরকারের অবস্থান তুলে ধরা হবে। সূত্র জানায়, কূটনীতিকদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি হিসেবে গতকাল সোমবার বিকেলে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জরুরি বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।

 

মন্তব্যসাতদিনের সেরা