kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

আওয়ামী লীগ নেতার মেয়ের বাল্যবিয়ে ঠেকানো গেল না

লক্ষ্মীপুর প্রতিনিধি   

১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেলক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতার মাধ্যমিক পরীক্ষার্থী মেয়ের সেই বাল্যবিয়ে ঠেকানো গেল না। গতকাল শুক্রবার দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিনের বাড়িতে ওই বিয়ে সম্পন্ন হয়। তবে এতে যোগ দেননি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। তিনি অতিথি হিসেবে ওই বিয়েতে আমন্ত্রিত ছিলেন।

ওই বিয়ে নিয়ে গতকাল কালের কণ্ঠ’র শেষ পাতায় ‘লক্ষ্মীপুরে আ. লীগ নেতার মেয়ের বাল্যবিয়ে আজ, মন্ত্রী অতিথি!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রীর বিয়ে বন্ধ করতে নির্দেশ দিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ইউপি চেয়ারম্যান। তবে শেষ পর্যন্ত তা ঠেকানো গেল না।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে উপজেলার শেখপুর গ্রামের নুরুল আমিনের মেয়ের সঙ্গে চরশাহী গ্রামের মন্তাজ মিয়ার ছেলে কাউছারের বিয়ে হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বিজন বিহারী ঘোষ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা সাবির আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।

তবে সফরসূচিতে থাকলেও ওই বিয়ের অনুষ্ঠানে মন্ত্রী শাহজাহান কামাল যাননি। তাঁর কয়েকজন অনুসারী কালের কণ্ঠের কাছে দাবি করেন, মেয়ের বিয়েতে আওয়ামী লীগ নেতা নুরুল আমিন আমন্ত্রণ জানালেও মন্ত্রী বাল্যবিয়ের বিষয়টি জানতেন না। বিষয়টি জানার পর তিনি সেখানে যাননি।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাজাহান আলী বলেন, ‘ওই বাল্যবিয়ে বন্ধের জন্য থানার ওসিসহ সংশ্লিষ্টদের চিঠি দিয়েছিলাম।’

মন্তব্যসাতদিনের সেরা